টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য অভীষ্ট-৯ এর অন্তর্গত অভিঘাতসহনশীল অবকাঠামো নির্মাণ অপরিহার্য। একই সাথে গ্রামীন যোগাযোগ ব্যবস্থা উন্নতির মাধ্যমে কৃষকের কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এজন্য টেকসই অবকাঠামো এবং দারিদ্র্য বিমোচনের বিষয়টি লক্ষ রেখে খুলনা জেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ অবকাঠামোগত উন্নয়ন করছে। এর মধ্যে রয়েছে গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সড়ক, ব্রীজ ও কালর্ভাট উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ। অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে হাট/গ্রোথসেন্টার নির্মাণ এবং গ্রামীণ হাট-বাজার নির্মাণ। এছাড়াও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ/পূণঃনির্মান ও রক্ষণাবেক্ষণ এবং উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ, সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ ও মেরামত, সমাজিক অবকাঠামো উন্নয়ন, পল্লি উন্নয়ন ও ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়নসহ এলজিইডির সার্বিক কর্মকাণ্ড এর মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS